বগুড়ায় কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ভাই-বোনের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রাইভেট কার ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ভাই ও বোন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মোকামতলা চকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন—সিয়াম আহমেদ (২০) ও তাঁর বোন কুহেলী আকতার (২৪)। তাঁরা লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় কুহেলীর স্বামী হুমায়ুন কবীর আহত হয়েছেন। তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হুমায়ুন বরিশালের হিজলা উপজেলার বাসিন্দা।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা–পুলিশ জানায়, কুহেলী তাঁর স্বামী ও ছোট ভাইকে নিয়ে প্রাইভেট কারে ঢাকা থেকে লালমনিরহাট যাচ্ছিলেন। কারটি ঢাকা-রংপুর মহাসড়কের মোকামতলা চকপাড়া এলাকায় পৌঁছালে কারের চাকা ফেটে যায়। এ সময় কারের চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ওই কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই যাত্রীরা গুরুতর আহত হন। তৎক্ষণাৎ স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক সিয়াম ও কুহেলীকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এরশাদ আলী বলেন, দুর্ঘটনার পর ওই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি।

এদিকে গতকাল রাত সোয়া ১১টার দিকে যাত্রীবাহী একটি বাস উল্টে সড়কের পাশের খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল বগুড়া শহরের দ্বিতীয় বাইপাস সড়কের কালীবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ওই বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মিলন হোসেন। তিনি গাইবান্ধা সদর এলাকার বাসিন্দা। ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক জালাল উদ্দীন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

জালাল উদ্দীন বলেন, গাইবান্ধা থেকে ছেড়ে আসা সৈকত পরিবহনের বাসটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। বাসটি বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কের কালীবালায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। এ ছাড়া আহত ব্যক্তিদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।