মাছের খামারে বজ্রপাতে তিনজনের মৃত্যু

বজ্রপাত
ফাইল ছবি

শরীয়তপুরের নড়িয়া উপজেলার একটি মাছের খামারে আজ রোববার আটজন একসঙ্গে কাজে গিয়েছিলেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। উপজেলার বাহিরকুশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া তিনজন হলেন নড়িয়ার ডিঙ্গামানিক এলাকার আবুল বাশার মাঝির ছেলে শাহিন মাঝি (৪০), হাসেম শেখের ছেলে শাহীন শেখ (৩৮) ও এলাহি বক্স ওঝার ছেলে সিরাজ ওঝা (৫০)। তাঁরা বিভিন্ন মাছের খামারে শ্রমিকের কাজ করতেন।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ তিনটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় একাধিক ব্যক্তি জানান, শাহিন মাঝি, শাহীন শেখ, সিরাজ ওঝাসহ আটজনের একটি দল আজ মাছ শিকারের জন্য নড়িয়ার বাহিরকুশিয়া এলাকার একটি খামারে যান। পুকুরে মাছ শিকারের সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে থাকে। ওই সময় ওই তিন শ্রমিকের ওপর বজ্র আঘাত হানে। স্থানীয় লোকজন খবর পেয়ে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

বজ্রপাতে নিহত তিন শ্রমিকের সঙ্গে ওই মাছের খামারে কাজ করছিলেন শিতল দাস নামের আরেকজন শ্রমিক। তিনি প্রথম আলোকে বলেন, ‘আকাশ মেঘাচ্ছন্ন দেখে আমরা মাছ শিকার বন্ধ জাল গুটিয়ে পুকুরের পাড়ে ফিরছিলাম। এরই মধ্যে বৃষ্টি শুরু হয়। আমরা তিনজন ততক্ষণে পুকুরের তীরে পৌঁছে যাই। অপর পাঁচজন জাল নিয়ে ফিরছিলেন। এমন সময় বিকট শব্দে বিস্ফোরণের মতো করে বজ্র আঘাত হানে। আমরা চিৎকার করলে গ্রামের মানুষ ছুটে আসে।’

ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ সরদার প্রথম আলোকে বলেন, বজ্রপাতে মারা যাওয়া তিনজনের পরিবারের শোকের মাতম চলছে। তাঁরা প্রত্যেকে সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। এমন মৃত্যুতে পরিবারগুলো অসহায় অবস্থায় পড়বে।