রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পঞ্চম দিনের মতো বিক্ষোভ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধের দাবিতে আজ বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে তাঁরা এ কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা ‘রেজিস্ট্যান্স উইক’–এর চার দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ বিভিন্ন হল থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এসে জড়ো হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকেই বিক্ষোভ মিছিল শুরু করেন তাঁরা। মিছিলটি কেআর মার্কেট ও বিভিন্ন অনুষদ হয়ে আব্দুল জব্বার মোড়ে এসে শেষ হয়। সেখানে সমাবেশ করেন তাঁরা।
শিক্ষার্থীরা বলেন, যত দিন না ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি বন্ধ হবে, তত দিন তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। বিভিন্ন কারণে এত দিন বিশ্ববিদ্যালয় দিবস ভালোভাবে পালন করতে পারেননি। ১৮ আগস্ট সবাই মিলে ভালোভাবে দিবসটি পালন করবেন। সমাবেশে ১৮ আগস্টের মধ্যে সব শিক্ষার্থীকে আবাসিক হলে ফিরে আসার আহ্বান জানানো হয়।