মিরসরাইয়ে রাতে হঠাৎ বসতঘরে আগুন, পুড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ের বারিয়ারহাট পৌরসভার পূর্ব মেহেদীনগর এলাকার চেরুমিয়া কলোনিতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বসতঘরের ২২টি কক্ষ। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কক্ষে আটকা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছেছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে বসতঘরে আগুন লেগে মো. জয়নাল আবেদীন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় অটোরিকশাচালক। তাঁর বাড়ি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায়।

গতকাল শনিবার রাত তিনটার দিকে মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব মেহেদীনগর এলাকার চেরুমিয়া কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন বলেন, রাতে হঠাৎ করে কলোনির একটি আধা পাকা টিনশেড ঘরে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে কলোনির ২২টি কক্ষ পুড়ে যায়। আগুন লাগার সময় জয়নাল আবেদীন একটি কক্ষে আটকা পড়ে যান। সেখানেই পুড়ে তাঁর মৃত্যু হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গেছেন জয়নাল আবেদীন
ছবি: সংগৃহীত

জয়নাল আবেদীন কাজের সূত্রে কলোনির একটি কক্ষে ভাড়া থেকে বসবাস করতেন। খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন ওরফে তিতাস বলেন, ‘রাত সাড়ে তিনটার দিকে পূর্ব মেহেদীনগর এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করি আমরা। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও আধা পাকা বসতঘরের ২২টি কক্ষ পুড়ে যায়। অগ্নিকাণ্ডে একটি কক্ষে আটকা পড়ে মো. জয়নাল আবেদীন নামের এক যুবকের মৃত্যু হয়। আমরা তাঁর লাশ উদ্ধার করে জোরারগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করেছি। এই অগ্নিকাণ্ডে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করছি আমরা।’

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। মৃত ব্যক্তির দাফনের জন্য ২০ হাজার টাকা অর্থ সহযোগিতা দিয়েছে উপজেলা প্রশাসন। ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত করে ক্ষতিগ্রস্ত মানুষদের উপজেলা প্রশাসন থেকে সহযোগিতা করা হবে বলে তিনি জানান।