জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী
সরকারের সজাগ দৃষ্টির কারণে শারদীয় দুর্গোৎসবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমান সরকার সব ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। একটি সাম্প্রদায়িক গোষ্ঠী দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। তবে সরকারের সজাগ দৃষ্টির কারণে এবারের শারদীয় দুর্গোৎসবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
গতকাল মঙ্গলবার রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেন্দ্রীয় মন্দির জগন্নাথ জিউর আখড়ায় শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময়ের সময় পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার, উৎসব সবার। সবাই মিলে শান্তি–সম্প্রীতি বজায় রাখতে হবে। সরকারের সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে।’
বৈশ্বিক নানা সংকট মোকাবিলায় বাংলাদেশের অবস্থান ভালো দাবি করে পরিকল্পনামন্ত্রী বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বৈশ্বিক নানা সংকট কাটিয়ে প্রতিবেশী দেশগুলোর চেয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে চলে আসছে। তেলসহ নিত্যপণ্যের দাম কমতে শুরু করছে। দেশকে এগিয়ে নিতে ও ভালো অবস্থানে রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই।
সর্বজনীন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন কমিটির সভাপতি প্রদীপ সূত্রধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিভাস দের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।