ব্রাহ্মণবাড়িয়ায় গরু চুরির দায়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

লাশ
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গরু চুরির অপরাধে মো. মুমিন মিয়া (৩৮) নামের এক যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মুমিন উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। আজ শুক্রবার তাঁর লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দিবাগত রাত তিনটার দিকে ফরদাবাদ ইউনিয়নের দাসপাড়া গ্রামের ধনু মিয়ার বাড়ির গোয়ালঘরে গরু চুরি করতে ঢোকেন কয়েকজন ব্যক্তি। তাঁরা একটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিলেন। ওই সময় গরু ডাকলে বাড়ির লোকজন সজাগ হয়ে যান। এ সময় আশপাশের বাড়ির লোকজন মুমিনকে আটক করে গণপিটুনি দিয়ে গাছে বেঁধে রাখেন। এ সময় মুমিনের সঙ্গে থাকা দুজন চোর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় ভোর সাড়ে চারটার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’ থেকে কল পায় পুলিশ। ভোর সোয়া পাঁচটার দিকে ঘটনাস্থলে গিয়ে মুমিনকে গাছে বাঁধা অবস্থায় পায় পুলিশ। পরে তাঁকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় নিহত যুবকের লাশ গ্রামে আনা হয়। মাগরিবের নামাজের পর জানাজা শেষে তাঁকে দাফন করা হয়েছে। তিনি বলেন, মুমিনের বিরুদ্ধে মাদক আইনে থানায় তিনটি মামলা আছে। এলাকায় তিনি চুরি করতেন। চুরির ঘটনায় কেউ কোনো মামলা দেননি।