মারমাদের মাহা সাংগ্রাইয়ের ছয় দিনব্যাপী উৎসবের শুরু
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বর্ষবিদায় ও নতুন বছর উপলক্ষে ছয় দিনব্যাপী মাহা সাংগ্রাই উৎসব শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে জেলা সদরের পানখাইয়া পাড়ার বটতলা এলাকায় মারমাদের ঐতিহ্যবাহী খেলার আয়োজন করে মারমা উন্নয়ন সংসদ।
উৎসব উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার ও পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। উদ্বোধনের আগে মারমাদের ঐতিহ্যবাহী নৃত্য প্রদর্শন করেন মারমা নৃত্যশিল্পীরা।
সভায় জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘সাংগ্রাই উৎসবের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে যুক্ত হয়েছেন। গোটা বাংলাদেশের জন্য এটি অনুকরণীয়। এটি বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিচ্ছবি। অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে এই ধরনের উৎসব সহায়ক ভূমিকা পালন করবে।’
মারমা উন্নয়ন সংসদের সভাপতি মংপ্রু চৌধুরী বলেন, ‘মারমা সংস্কৃতি লালন, পালন, উৎকর্ষ ও সুরক্ষার জন্য আমরা প্রতিবছরই এমন আয়োজন করি। ছয় দিনব্যাপী আয়োজনের মধ্যে ১৪ এপ্রিল রি-আকাজা বা মৈত্রী পানিবর্ষণ অনুষ্ঠিত হবে। মারমাদের খুবই সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে। আমাদের সংস্কৃতি ও ক্রীড়াকে সমুন্নত ও ধরে রাখার জন্য এই প্রয়াস।’