জামালপুরে আইনজীবী নেতাকে জামিন না দেওয়ায় আওয়ামীপন্থী আইনজীবীদের আদালত বর্জন
জামালপুরে হামলা ও নাশকতার মামলায় গ্রেপ্তার জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আমান উল্লাহর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পর আদালত বর্জন করেছেন আওয়ামীপন্থী আইনজীবীরা। আজ মঙ্গলবার দুপুরে দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।
এর আগে গতকাল সোমবার সন্ধ্যার দিকে জামালপুর শহরের জজ আদালতের সামনের সড়ক থেকে আমান উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। আজ মঙ্গলবার তাঁকে আদালতে পাঠায় পুলিশ।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্টের একটি ঘটনায় হওয়া নাশকতার মামলায় আমান উল্লাহকে গ্রেপ্তার দেখিয়ে জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় পুলিশ। এ সময় আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান শুনানি শেষে তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর কিছুক্ষণ পরই আওয়ামীপন্থী আইনজীবীরা আদালত বর্জন করেন।
জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আনিসুজ্জামান আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে। তবে আমি গতকাল সন্ধ্যার দিকে জানতে পারছি, আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত বর্জনকারীদের ভাষ্য, যে মামলায় তাঁকে (আমান উল্লাহ) গ্রেপ্তার করা হয়েছে, ওই মামলায় ইতিপূর্বে অন্য আসামিরা সকালে গ্রেপ্তার হওয়ার পর বিকেলে আদালত জামিন পেয়েছেন। উনি আইনজীবী সমিতির সভাপতি, উনি কেন জামিন পাবেন না।’
মোহাম্মদ আনিসুজ্জামান আরও বলেন, ‘আমি দুপুরের দিকে আমার দায়িত্বপ্রাপ্ত আদালতে রাষ্ট্রপক্ষের একটি মামলা পরিচালনা করছিলাম। তখন কয়েকজন আওয়ামীপন্থী আইনজীবী আদালত বর্জনের কথা বলেন। তখন আমি বলি, আদালত যদি বর্জন করা হয়ে থাকে, তাহলে আইনজীবী সমিতির রেজল্যুশনের একটা কপি আদালতে দেওয়া দরকার। পরে তাঁরা ওই কপি দিয়েছেন কি না, জানি না। ইতিমধ্যে ওই আইনজীবীর জামিনের জন্য উচ্চ আদালতে মিস কেস করার কথা শুনেছি।’