হারানো বিড়ালের সন্ধান চেয়ে ফেসবুকে পোস্ট-পুরস্কার ঘোষণার পর...

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার প্যানেল মেয়র হারাধন চৌধুরীর পোষা বিড়াল রিংকি হারিয়ে যায় গতকাল মঙ্গলবার। খোঁজাখুঁজির পর না পেয়ে তিনি পোষা বিড়ালের সন্ধান চেয়ে ফেসবুকে পোস্ট দেন। পাশাপাশি তিনি ৫০০ টাকা পুরস্কার ঘোষণা করেন। এরপর প্রায় ২০টি বিড়াল নিয়ে লোকজন হাজির হন তাঁর বাড়িতে। এর কোনোটিই তাঁর পোষা বিড়াল ছিল না। তাঁর পোষা বিড়ালটি আজ বুধবার বাড়িতেই পাওয়া যায়।

হারাধন চৌধুরী বলেন, বিড়াল পোষা তাঁর শখ। তিন মাস আগে তিনি রিংকিকে লালন-পালন শুরু করেন। গতকাল দুপুরে তিনি বাড়িতে ছিলেন না। বাড়ি এসে দেখেন রিংকি নেই। অন্যদের কাছ থেকে জানতে পারেন, দুপুরে অন্য একটি বিড়াল এসে রিংকির ওপর হামলা চালায়। তখন ভয়ে রিংকি পালিয়ে যায়। পোষা বিড়াল না পেয়ে তিনি ফেসবুকে পোস্ট করেন।

ফেসবুক পোস্টে ৫০০ টাকা পুরস্কারের কথা বলায় অন্তত ২০ ব্যক্তি বিড়াল নিয়ে বাড়িতে আসেন বলে দাবি হারাধন চৌধুরীর। তিনি বলেন, তাঁরা বাড়িতে এসে বিড়াল দেখিয়ে ৫০০ টাকা পুরস্কারের কথা মনে করিয়ে দেন। তখন তাঁদের বলতে হয়, বিড়ালগুলো তাঁর নয়। এ নিয়ে কিছুটা বিড়ম্বনা পোহাতে হয় তাঁকে। পরে আজ দুপুরে ঘরের সিলিংয়ের এক কোনা থেকে রিংকিকে তিনি খুঁজে পান।