সিলেটে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, সতর্ক পুলিশ
সিলেটে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সিলেট নগরের বিভিন্ন মোড়ে পুলিশের অবস্থান লক্ষ করা গেছে। আজ শনিবার সকাল থেকে সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পোশাকধারী পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।
সকালে দেখা গেছে, সিলেট নগরের জিন্দাবাজার মোড়, চৌহাট্টা মোড়, জেল রোডসহ বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
মূলত সিলেটে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রায় ৫০০ গজের মধ্যে এক ঘণ্টার ব্যবধানে পাল্টাপাল্টি কর্মসূচি ডাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই তৎপরতা। সিলেট জেলা বিএনপির উদ্যোগে পদযাত্রা কর্মসূচি এবং সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তির সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
সিলেট জেলা বিএনপির সূত্রে জানা গেছে, আজ বেলা দুইটায় জেলা বিএনপির নেতা-কর্মীরা নগরের রেজিস্ট্রার মাঠ থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করবেন। এ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য দলটির পক্ষ থেকে জেলা বিএনপির প্রতিটি ইউনিট বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
অন্যদিকে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আজ বেলা তিনটায় নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে। কর্মসূচিতে দেশব্যাপী বিএনপি-জামায়াতের চলমান নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ জানানো হবে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী আওয়ামী লীগের এমন পাল্টা কর্মসূচিকে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত হিসেবে মন্তব্য করেছেন।
তবে মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদের দাবি, এটি পাল্টাপাল্টি কর্মসূচি নয়। মূলত আওয়ামী লীগ শান্তির বার্তা সবখানে পৌঁছে দিতে এমন কর্মসূচি দিয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস প্রথম আলোকে বলেন, সিলেটে রাজনৈতিক দুই দলের কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর ঘটনা কিংবা পরিস্থিতি এড়াতে নগরের বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।