দুই ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালকসহ দুজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলা সদরের বাদশা টেক্সটাইলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ট্রাকচালক রুবেল মিয়া (৩৫) ও তাঁর সহযোগী আহাদ মিয়া (২৭)। দুজনের বাড়ি যশোরে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল ১০টার দিকে সিলেট থেকে ঢাকাগামী বালুবাহী একটি ট্রাক উপজেলা সদরের বাদশা টেক্সটাইলের সামনে পৌঁছালে বিপরীত দিক থোক আসা মুরগিবাহী মিনিট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বালুবাহী ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকটির চালক রুবেল ও তাঁর সহকারী আহাদ মারা যান।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, লাশ দুটি উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করেছে।