বন্ধুকে নামিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত কলেজ শিক্ষার্থী মো. নাঈমুল হোসেন
ছবি: সংগৃহীত।

বন্ধুকে মোটরসাইকেলের পেছনে নিয়ে মিরসরাইয়ের আরশিনগর ফিউচার পার্কের দিকে যান নাঈমুল হোসেন (২৪)। সেখানে বন্ধুকে নামিয়ে দিয়ে উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে ফিরছিলেন তিনি। তবে ফিরতি পথে পেছন থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন নাঈমুল। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

আজ বৃহস্পতিবার বিকেলে মিরসরাইয়ে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় বিএসআরএম গেটে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈমুল হোসেন উপজেলার পূর্ব হিঙ্গুলী এলাকার ইসলামপুর গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি নিজামপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেলে সোনাপাহাড় এলাকায় আরশিনগর ফিউচার পার্কের সামনে এক বন্ধুকে নামিয়ে দিয়ে বারইয়ারহাট পৌর বাজারে ফিরছিলেন নাঈমুল হোসেন। এ সময় পেছন থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। কোন গাড়ি তাঁকে ধাক্কা দিয়েছে, তা জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিয়েছে তাঁকে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনার পর আমার ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে।’