শ্রীবরদীতে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু
শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে সড়কে পড়ে গিয়ে কাকলী ইয়াসমিন (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুরুয়া ভাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাকলী উপজেলার কুরুয়া বাজারের সেলিম মিয়ার স্ত্রী ও চিথলিয়া কাড়ারপাড় গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে।
শ্রীবরদী থানার উপপরিদর্শক মো. চান মিয়া প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। আজ শনিবার সকালে তিনি প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে সেলিম মিয়া তাঁর স্ত্রী কাকলী ইয়াসমিন ও শিশুকন্যা সামিয়াকে নিয়ে মোটরসাইকেলে করে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা সুলতানপুর গ্রামে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। পরে গতকাল সন্ধ্যায় তাঁরা সেখান থেকে শ্রীবরদীর কুরুয়া বাজার এলাকার বাড়ির উদ্দেশে রওনা দেন। সেলিম মিয়া মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। এ সময় শ্রীবরদীর কুরুয়া ভাটিপাড়া এলাকায় ওই মোটরসাইকেলের চাকার সঙ্গে কাকলী ইয়াসমিনের ওড়না পেঁচিয়ে যায়। এতে তিনি সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক কাকলী ইয়াসমিনকে মৃত ঘোষণা করেন।