চাঁপাইনবাবগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌরী চন্দ মারা গেছেন
চাঁপাইনবাবগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় ব্যক্তিত্ব গৌরী চন্দ সিতু (৬২) মারা গেছেন। গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তর্ত্তিপুর শ্মশানে গৌরী চন্দের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিবি হাসপাতাল সড়কের সুনীল বর্মণের স্ত্রী। তিনি স্বামী ও দুই ছেলে রেখে গেছেন। তিনি কয়েক মাস ধরে অসুস্থ হয়ে বাসায় চিকিৎসাধীন ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
গৌরী চন্দ চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার প্রতিষ্ঠাকাল থেকে যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ গার্ল গাইডস, শিল্পকলা একাডেমি, কল্যাণী মহিলা সংস্থা, জাগো নারী বহ্নিশিখা, সচেতন নাগরিক কমিটি (টিআইবি), বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছে।