সিলেটে বিলে মাছ ধরার সময় বজ্রপাতে দুজনের মৃত্যু, আহত ২

বজ্রপাত
প্রতীকী ছবি

সিলেটে বিলে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুজন মারা গেছেন। এ সময় আহত হয়েছে আরও দুজন। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের কালারুকার ফাটাবিলে এ ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন জালালাবাদ ইউনিয়নের পুরান কালারুকা গ্রামের সিরাজ উদ্দিন (৫৫) ও নওশাদ মিয়া (৪০)। আহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের ফজর আলী (৬৬) ও নজরুল ইসলাম (৪২)।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার রাতে ফাটাবিল বিলে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন ওই চারজন। তখন ঝড়বৃষ্টি শুরু হয়। রাত সাড়ে ১২টার দিকে তাঁদের ওপর বজ্রপাত হয়। পরে আশপাশে মাছ শিকারে থাকা অন্যরা তাঁদের উদ্ধার করেন। ঘটনাস্থলে দুজন মারা যান। আহত দুজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হক বলেন, খবর পেয়ে তিনি হতাহত ব্যক্তিদের পরিবারের খোঁজখবর নিয়েছেন। নিহত দুজনের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।