দেশে গুমের ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট সদর উপজেলার সাহেবের বাজার উচ্চবিদ্যালয় ও কলেজের ভবনের সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন
ছ‌বি: প্রথম আলো

দেশে গুমের ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, সরকার বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটায় না। সরকার চায় না দেশে কেউ গুম হোক। বিচারবহির্ভূত হত্যার শিকার হোক। কালেভদ্রে একটা ঘটনা ঘটলে আমাদের মিডিয়া এটা নিয়ে হইচই শুরু করে দেয়। এটা ঠিক নয়। বিদেশে বিচারবহির্ভূত হত্যা অসংখ্য ঘটে।  

আজ শনিবার সিলেট শহরতলির সাহেবের বাজার উচ্চবিদ্যালয় ও কলেজের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারবহির্ভূত কোনো ঘটনা ঘটলে শেখ হাসিনা সরকার দায়ীদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নেবে। সরকার শক্ত হাতে যারা এসব ঘটনা ঘটায়, তাদের শাস্তি দিতে সচেষ্ট থাকে।

এর আগে ভিত্তি প্রস্তুর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘সিলেটের মানুষ বিদেশমুখী। শিক্ষাক্ষেত্রে সিলেট অনেকটা পিছিয়ে রয়েছে। সেদিকে আমাদের গুরুত্ব দিতে হবে। শিক্ষা গ্রহণ করে বিদেশে গেলে অর্থনীতির উন্নয়ন হবে, তাই শিক্ষাক্ষেত্রে নজর দিতে হবে।’

বর্তমান সরকারের সময় শিক্ষায় অনেক অগ্রগতি হওয়ার কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় আসে, তখনই শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে সুশিক্ষিত নাগরিক প্রয়োজন।  

সভায় সাহেবের বাজার উচ্চবিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি  ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন।

অনুষ্ঠান শেষে সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপে বাংলাদেশ ও ভারতের খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, সিলেটে আরও তিনটি স্টেডিয়াম তৈরির জন্য প্রস্তাবনা সরকারের কাছে পাঠানো হয়েছে।