ইঁদুর মারতে ধানখেতে বৈদ্যুতিক তারের ফাঁদ, মারা গেলেন কলেজছাত্র

কুষ্টিয়া জেলার মানচিত্র

ইঁদুর মারার জন্য ধানখেতের পানিতে কৃষক বৈদ্যুতিক খোলা তারের ফাঁদ পেতেছিলেন। সেই ফাঁদে পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ওই কলেজছাত্রের চাচাও। গতকাল বুধবার সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া কলেজছাত্র মো. সোহান (১৯) মাজগ্রামের ফজলু শেখের ছেলে। সোহান স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণিতে পড়তেন। আহত কৃষক মাসুদ আলীকে (৩৫) কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাজগ্রামের বাসিন্দা আনিসুর রহমান ইঁদুর মারার জন্য ধানখেতে ফাঁদ হিসেবে বৈদ্যুতিক খোলা তার বিছিয়ে রেখেছিলেন। গতকাল বুধবার সন্ধ্যায় ওই জমির আল দিয়ে একই গ্রামের কৃষক মাসুদ আলী জমিতে সার ছিটাতে যান। এ সময় ফুটবল খেলা শেষে বাড়িতে ফিরছিল কলেজছাত্র সোহান। কৃষক মাসুদ বিদ্যুতায়িত হলে সোহান তাঁকে বাঁচাতে ছুটে যান। একপর্যায়ে বিদ্যুতায়িত হয়ে সোহানের দেহ নিথর হয়ে যায়। পরে স্থানীয় লোকজন টের পেয়ে দুজনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক সোহানকে মৃত ঘোষণা করেন আর মাসুদকে ভর্তি করেন।

আহত কৃষকের ভাতিজি মিলি খাতুন বলেন, চাচা মাঠে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চিৎকার দিলে সোহান তাঁকে বাঁচাতে ছুটে যান। বাঁচাতে গিয়ে সোহান নিজেই বিদ্যুতায়িত হয়ে মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল মামুন বলেন, বিদ্যুতায়িত দুজনকে হাসপাতালে আনা হয়। একজন হাসপাতালে আসার আগেই মারা গেছেন। আরেকজন ভর্তি আছেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।