শিবগঞ্জে আখখেতে পাওয়া গেল মানুষের হাড়গোড়

চাঁপাইনবাবগঞ্জ জেলার মানচিত্র

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আখখেতে মানুষের হাড়গোড় দেখে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন স্থানীয় এক ব্যক্তি। এরপর আজ রোববার দুপুরে উপজেলার ধাইনগর ইউপির চৈতন্যপুর এলাকার ওই খেত থেকে এসব হাড়গোড় উদ্ধার করে শিবগঞ্জ থানা–পুলিশ।

পুলিশ জানায়, আখখেতে ছড়ানো ছিটানো মানুষের হাড়গোড় দেখে আজ দুপুরে স্থানীয় এক ব্যক্তি থানায় খবর দেন। এরপর সেখানে গিয়ে ছড়ানো ছিটানো অবস্থায় মানুষের হাড়গোড় দেখতে পান পুলিশ সদস্যরা। এ সময় ওই স্থানে একটি লাল টি–শার্টের অংশ দেখে হাড়গোড়গুলো শিবগঞ্জ পৌর এলাকার মো. আসাদুল্লাহর (২১) বলে দাবি করেন তাঁর বাবা মো. লুটু।

আসাদুল্লাহ ৯ মাস আগে নিখোঁজ হন। এ ঘটনায় ২০২২ সালের ৩০ জুন শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মো. লুটু। পরে আদালতে একটি অপহরণ মামলা করেন তিনি। মামলার তদন্তভার পড়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ওপর।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মেদ প্রথম আলোকে বলেন, হাড়গোড়গুলো এখন রাজশাহী পিবিআইয়ের হেফাজতে রয়েছে। তবে এগুলো যে আসাদুল্লাহর হাড়গোড়, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ডিএনএ পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।