চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা খেয়ে আল আমিন হোসেন (২৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ সোমবার সকাল আটটার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার জাফরপুরে যুব উন্নয়ন কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে মারা যান তিনি।

নিহত আল আমিন চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনিপাড়ার বাসিন্দা মো. হালিমের ছেলে। তিনি পেশায় একটি সিগারেট কোম্পানির বিপণনকর্মী ছিলেন। তাঁর মরদেহ সদর হাসপাতালে রাখা হয়েছে। দুর্ঘটনায় তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী।

আল আমিনের প্রতিবেশী কলোনিপাড়ার বাসিন্দা রাকিবুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, পেশাগত কাজে আজ সকালে আল আমিন মোটরসাইকেল চালিয়ে জাফরপুরে যাচ্ছিলেন। সেখানে সড়ক পার হতে যাওয়া একটি কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খান। স্থানীয় লোকজন রক্তাক্ত জখম আল আমিনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান।