ছুরিকাঘাত
প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে মালামাল বিক্রির টাকা সংগ্রহ করে উপজেলা সদরে ফেরার পথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলার গন্ডামারা ব্রিজের পা‌শে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম দুদু মিয়া (৩৮)। তিনি কোহিনূর কেমিক্যাল কোম্পানির সেলস অফিসার (ফিল্ড) পদে বাঁশখালী উপজেলায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি রংপুরের মিঠাপুকুর এলাকায়।

স্থানীয় ও থানা সূত্র জানায়, গতকাল রাত ৯টার দিকে উপজেলার গন্ডামারা বাজারের বিভিন্ন দোকান থেকে মালামাল বিক্রির টাকা সংগ্রহ করে উপজেলা সদরে ফিরছিলেন দুদু মিয়া। তিনি গন্ডামারা ব্রিজের কাছাকাছি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে আটকে ছুরিকাঘাত করে। পরে তাঁকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাত ১১টার দিকে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন ব‌লেন, ঘটনার পর লাশ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে।