কাপাসিয়ায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল

টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন যুবদলের নেতা-কর্মীরা। বুধবার সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও এলাকায়
ছবি: সংগৃহীত

তৃতীয় দফায় বিএনপির ডাকা দুই দিনের অবরোধের প্রথম দিনে আজ বুধবার গাজীপুরের কাপাসিয়া উপজেলার একটি সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করা হয়েছে। আজ সকাল আটটার দিকে উপজেলার তরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, জাতীয়তাবাদী যুবদলের ব্যানারে অর্ধশতাধিক নেতা-কর্মী আজ সকালে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে উপজেলার তরগাঁও এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কের পালকি কমিউনিটি সেন্টারের সামনে টায়ারে আগুন দেন তাঁরা। সেখানে ছিলেন কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম, সদস্যসচিব জুনায়েদ হোসেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদসহ অন্যরা।

তরগাঁও এলাকার বাসিন্দা মো. শামসুল আলম বলেন, সকালে ওই সড়কে টায়ারে আগুন দেওয়া হলে আতঙ্ক ছড়ায়। এতে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে বিক্ষোভকারীরা খুব দ্রুত সেখান থেকে চলে গেলে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়।

কাপাসিয়া উপজেলা যুবদলের সদস্যসচিব জুনায়েদ হোসেন বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাঁরা কাপাসিয়ার তরগাঁও এলাকায় সড়ক অবরোধ করেছেন। দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তাঁরা কর্মসূচি চালিয়ে যাবেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর মিয়া বলেন, সড়ক অবরোধের মতো কোনো ঘটনা ঘটেছে বলে তাঁদের জানা নেই। তবে জনস্বার্থে পুলিশ সতর্ক অবস্থায় আছে।