‘ধর্মের ভাইয়ের’ বাড়িতে মাছ নিয়ে বেড়াতে এসে শিশুকে নিয়ে উধাও

চুরি হওয়া শিশু সোলায়মান রায়হান
ছবি: সংগৃহীত

‘ধর্মের ভাই’ ডেকে দম্পতির ঘনিষ্ঠ হন প্রতিবেশী নারী। তারপর মাছ নিয়ে বেড়াতে আসেন সেই ‘ভাইয়ের’ বাসায়। দম্পতির পাঁচ মাস বয়সী সন্তানকে দেখভালের দায়িত্ব নিয়ে শিশুর মাকে পাঠান মাছ কাটতে। মা যখন রান্নাঘরে মাছ কাটতে ব্যস্ত, তখনই সুযোগ বুঝে শিশুটিকে নিয়ে পালিয়ে যান।

গত ২২ ডিসেম্বর এ ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়। চুরি হওয়া ওই শিশুর নাম সোলায়মান রায়হান (পাঁচ মাস)। শিশুটির বাবা নেত্রকোনা সদর উপজেলার নূর আমিন। স্ত্রী ও সন্তান নিয়ে নূর আমিন রূপগঞ্জের তারাব পৌরসভার বরপা আড়িয়াব এলাকায় ভাড়া বাসায় থাকেন। স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন তিনি।

পুলিশ বলছে, নবজাতক চুরির ঘটনায় অভিযুক্ত ওই নারীর নাম-পরিচয় জানা যাচ্ছে না। শিশু চুরির এক সপ্তাহ আগে তিনি ৫০০ টাকা অগ্রিম দিয়ে রূপগঞ্জের আড়িয়াব এলাকার জনৈক সামাদ মিয়ার বাড়িতে একটি টিনশেড ঘর ভাড়া নেন। তারপর প্রতিবেশী হিসেবে নূর আমিনের পরিবারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে শিশুটিকে চুরি করে পালিয়ে যান।

এলাকার একটি সিসিটিভি ক্যামেরায় নারীকে চলাফেরা করতে দেখা গেছে জানিয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পর শিশুটির বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। আমরা শিশুটিকে উদ্ধার করতে সব রকম চেষ্টা করছি। ধারণা করা হচ্ছে, ওই নারী কোনো পাচারকারী চক্রের সদস্য। তাঁর পরিচয় না পাওয়ায় শিশুটিকে খুঁজে পেতে বেগ পোহাতে হচ্ছে। যদি কেউ নারীর পরিচয় বা শিশুটির কোনো সন্ধান দিতে পারে, তাহলে পুলিশের পক্ষ থেকে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।’

এদিকে সন্তান হারিয়ে পাগলপ্রায় শিশুটির মা–বাবা। সন্তানের খোঁজ পেতে ছুটছেন এখানে–সেখানে। শিশুটির বাবা নূর আমিন প্রথম আলোকে বলেন, ২০ ডিসেম্বর সকালে ওই নারী তাঁদের বাড়িতে এসে নিজে থেকেই শিশুর মা সালমা বেগমের সঙ্গে কথা বলতে শুরু করেন। তখন তিনি জানান, তিনি একাই পাশের একটি বাড়িতে বাসাভাড়া নিয়েছেন। এলাকায় একটি জমি কিনতে চান। সে জন্য নূর আমিন ও তাঁর স্ত্রীর সহায়তা লাগবে। এ সময় ওই নারী নূর আমিনকে ‘ধর্মের ভাই’ বলে সম্বোধন করেন।

নূর আমিন বলেন, পরিচয়ের পর দুই দিনে ওই নারী বেশ কয়েকবার তাঁদের বাড়িতে আসেন। আড্ডায় আড্ডায় খাতির জমিয়ে তোলেন। তাঁর দুই বছর বয়সী মেয়েকে খাবার কিনে দেন। নূর আমিনের বাসায় বাজার করে দিতে চান। নূর আমিন তাতে রাজি না হলে জানান, শুক্রবার ‘ভাই ও ভাইয়ের বউয়ের জন্য’ মাছ কিনে বেড়াতে আসবেন। কথা অনুযায়ী, শুক্রবার সকালে তিনি এক কেজি ছোট মাছ নিয়ে নূর আমিনের বাসায় বেড়াতে আসেন।

ঘটনার বর্ণনা দিয়ে নূর আমিনের স্ত্রী সালমা বেগম বলেন, ‘সকালে উনি (নূর আমিন) মেয়েটারে নিয়া ঘুরতে যান। তখনই মহিলা মাছ নিয়া আসেন। বলেন, বাড়িতে বঁটি (দা) নাই বইলা মাছগুলা কাইটা আনতে পারেন নাই। আমি তখন মাছ নিয়া রান্নাঘরে কাটতে যাই। সোলেমানরে উনি কোলে নিয়া এদিক–সেদিক হাঁটেন। কিছুক্ষণের মধ্যেই উনি আমার সন্তান নিয়া পালাইয়া যান। তারপর পাগলের মতো ছেলেটারে খুঁইজাও আর পাই নাই,’ বলতে গিয়েই কান্নায় ভেঙে পড়েন তিনি।