ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাপায় মোটরসাইকেলে থাকা দুজন নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাপায় মোটরসাইকেলে থাকা দুজন নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে পূর্ব গোয়ালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ঠাকুরগাঁও পৌর শহরের শাহপাড়া এলাকার মৃত সিরাজ উদ্দীনের ছেলে আসাদ আলী (৩০) ও তাঁর প্রতিষ্ঠানের কর্মচারী একই এলাকার রাশেদুল ইসলাম (৪০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেলে আসাদ আলী তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারী রাশেদুল ইসলামকে সঙ্গে নিয়ে পূর্ব গোয়ালপাড়া এলাকার একটি ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে পেট্রল নিয়ে ফিরছিলেন।

তাঁদের মোটরসাইকেলটি ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে উঠতেই পঞ্চগড় থেকে আসা ধানবোঝাই একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক রেখে চালক পালিয়ে যান। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থল থেকে আসাদ ও রাশেদুলের লাশ উদ্ধার করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।