ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত

ময়মনসিংহের ফুলপুরে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। আজ সকালে ফুলপুরেছবি: প্রথম আলো

ময়মনসিংহের ফুলপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার ভাইটকান্দি মাড়াদেওরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফুলপুরের হাতপাগলা গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে মো. হাসাদ হোসেন (১৮), শেরপুরের নকলা উপজেলার ছাতুগ্রাম গ্রামের বিয়াজ উদ্দিনের ছেলে মো. আশিক মিয়া (২০) ও নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতী গ্রামের মৃত নব্বে আলীর ছেলে আবুল কাশেম (৫০)। এ ঘটনায় অটোরিকশার আরও দুজন আরোহী আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শেরপুরের নকলা থেকে সিএনজিচালিত অটোরিকশাটি ফুলপুর যাচ্ছিল। সকাল ৯টার দিকে অটোরিকশাটি ভাইটকান্দি মাড়াদেওরা (চওড়াবাড়ী) এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। চালক ট্রাক নিয়ে পালিয়ে যান। ঘটনাস্থলে স্থানীয় লোকজন আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ফুলপুর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন পুরুষের লাশ পাওয়া গেছে। তবে তাঁদের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এলাকার লোকজন আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে গেছেন।