নান্দাইল আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক আমিনুল

নান্দাইল উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি আবদুস সালাম ও নতুন সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম (ডানে)
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শেষে মেজর জেনারেল (অব.) আবদুস সালামকে সভাপতি ও মো. আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে সম্মেলন মঞ্চ থেকে মাইকযোগে তাঁদের নাম ঘোষণা করা হয়।

এর আগে বেলা দুইটার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন। উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফ উদ্দিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সদস্য ফরিদা আক্তারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল (অব.) আবদুস সালাম।

বক্তব্য দেওয়ার সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নান্দাইল উপজেলা আওয়ামী লীগে বিভক্তি নিরসন করতে না পারার দায় স্বীকার করেন। তিনি বলেন, নান্দাইল আওয়ামী লীগে অচলাবস্থা নিরসনে জেলা ও কেন্দ্রীয় নেতারা কোনো কাজ করেননি।

বক্তব্য দেওয়ার জন্য সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খানের নাম ঘোষণা করা হলে মঞ্চের সামনে উপস্থিত দলীয় কাউন্সিলররা হাত তুলে ‘মানি না, মানি না’ বলে স্লোগান দিতে থাকেন।

শফিউল আলম চৌধুরী মাইক্রোফোন হাতে নিয়ে বক্তব্য দেওয়ার জন্য ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খানের নাম ঘোষণা করেন। তখন অনেক নেতা-কর্মীকে বিক্ষোভ করতে দেখা যায়। মঞ্চের সামনে উপস্থিত দলীয় কাউন্সিলররা হাত তুলে ‘মানি না, মানি না’ বলে স্লোগান দিতে থাকেন। হইচইয়ের মধ্যে আনোয়ারুল আবেদীন খান আবদুস সালামকে সভাপতি সম্বোধন করে দলীয় সম্মেলনের সাফল্য কামনা করে তড়িঘড়ি করে বক্তব্য শেষ করেন।

নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের মঞ্চ। আজ বৃহস্পতিবার চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে
ছবি: প্রথম আলাে

সম্মেলনে আগত কয়েকজন কাউন্সিলরের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের একটি বৈধ কমিটি থাকার পরও সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান ২০১৫ সালে নিজেকে আহ্বায়ক ঘোষণা করে একটি আহ্বায়ক কমিটি গঠন করেন। এর পর থেকে দলটিতে বিভক্তির সূত্রপাত হয়। তবে কেন্দ্রীয় আওয়ামী লীগ চিঠি পাঠিয়ে আবদুস সালামের নেতৃত্বাধীন কমিটির বৈধতা দিয়েছে। তারপরও দলীয় বিভক্তির নিরসন হয়নি। এ অচলাবস্থায় গত ১৬ নভেম্বর দলের সম্মেলন আহ্বান করা হয়।

নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম সরকার মুঠোফোনে প্রথম আলাকে বলেন, বিকেল পাঁচটার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক নান্দাইল উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ করেন। এরপর দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি বাকি সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে।