রাজশাহীতে সংবর্ধনা অনুষ্ঠানে এসে উচ্ছ্বসিত কৃতী শিক্ষার্থীরা

সংবর্ধনা অনুষ্ঠানে এসে সেলফি তুলছে শিক্ষার্থীরা। আজ সকালে রাজশাহী নগরের শহীদ জিয়া শিশুপার্কে
ছবি: প্রথম আলো

রাজশাহীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আজ সোমবার সকাল আটটার আগেই অনুষ্ঠানস্থলে হাজির ইসমাইল হোসেন। ভীষণ উচ্ছ্বাস নিয়ে সে এসেছে রাজশাহীর মোহনপুর উপজেলার আমরাইল গ্রাম থেকে। ইসমাইল বলল, ‘এখানে আসব বলে খুব ভোরে ঘুম থেকে উঠেছি। কখন আসব এখানে, সবার সঙ্গে মিশব, সেই অপেক্ষা অবশেষে ফুরাল।’

নগরের ডাশপুকুর থেকে আসা কৃতী শিক্ষার্থী রিমা খাতুন জানায়, অনেক জায়গায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান হচ্ছিল। কখন রাজশাহীতে হবে, সেই অপেক্ষায় ছিলাম।

আজ সোমবার সকাল ১০টা ২০ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে রাজশাহী নগরের শহীদ জিয়া শিশুপার্কে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। এর আগে সকালে মাঘের শীত উপেক্ষা করে দলে দলে শিক্ষার্থীরা পার্কের সামনে জড়ো হয়। সারিবদ্ধভাবে নিবন্ধনের কাগজ দেখিয়ে শিক্ষার্থীরা পার্কে প্রবেশ করে। এ সময় শিক্ষার্থীদের কেউ কেউ বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে। স্কুলজীবনের কাছের বন্ধু ও সহপাঠীকে কয়েক মাস পরে দেখে বুকে জড়িয়ে নেয় কেউ কেউ। অনেকেই এই পার্কে প্রথম এসেছে। পার্কের বিভিন্ন চত্বরে সেলফিতে মেতে থাকতে দেখা গেল কৃতী শিক্ষার্থীদের।

সংবর্ধনা অনুষ্ঠানে এসে ক্রেস্ট হাতে সেলফি তুলছে শিক্ষার্থীরা। আজ সকালে রাজশাহী নগরের শহীদ জিয়া শিশুপার্কে
ছবি: প্রথম আলো

পার্কের ভেতরে মঞ্চের পাশে চারটা বুথে শিক্ষার্থীরা লাইন ধরে সকালের নাশতা, ক্রেস্ট, সনদ সংগ্রহ করে। প্রথমা প্রকাশন, কিশোর আলো, বিজ্ঞানচিন্তার স্টলে ভিড় জমায় তারা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন রাজশাহীতে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তথাপি আজাদ। কৃতী শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে বক্তৃতা করেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হকসহ রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সুধীজন। কয়েকজন কৃতী শিক্ষার্থীও তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে। এসবের মাঝে মাঝে পরিবেশিত হচ্ছে গান, কবিতা ও নৃত্য।

সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এ আয়োজনে সহযোগিতা করছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।। রাজশাহী চিনিকল উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী সাজিদ আহমেদ, মো. অলিউলসহ আট-দশজন ছবি তুলছিল। তারা জানায়, প্রথম আলো-শিখো একত্র হয়ে উদ্যোগ নেওয়ায় তাদের এমন একটি অনুষ্ঠানে আসার সুযোগ হয়েছে। এটা তাদের জীবনের বড় পাওয়া।

ক্রেস্ট ও সনদপত্র হাতে কৃতী শিক্ষার্থীরা। আজ সকালে রাজশাহী নগরের শহীদ জিয়া শিশুপার্কে
ছবি: প্রথম আলো

মেয়ে তানিস তাসসীনকে নিয়ে চারঘাট থেকে মা পারুল খাতুন এসেছেন অনুষ্ঠানে এসেছেন। পারুল বলেন, এ ধরনের আয়োজনে এসে তাঁরও ভালো লাগছে। এখানে এসে বাচ্চারা আরও ভালো করার উৎসাহ পাবে।

দিনব্যাপী সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, সনদ, প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স এবং ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস বক্স।