আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের ভবনের দ্বিতীয় তলার একটি শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে
ছবি: প্রথম আলো

যশোরের মনিরামপুর উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়েছে। এতে তিন ছাত্রী আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার টেংরামারী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ভবনের দ্বিতীয় তলার একটি শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।

আহত তিন ছাত্রী হলো পূর্ণা দাস, সোনালী আক্তার ও জান্নাতুল ফেরদৌস। তারা সবাই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। আহত ছাত্রীদের মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে ছাদের পলেস্তারা খসে পড়ায় বিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই ঘটনার পর বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।  

বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, দ্বিতীয় পিরিয়ডে ষষ্ঠ শ্রেণির ‘জীবন ও জীবিকা’ বিষয়ের ক্লাস নিতে শ্রেণিকক্ষে গিয়েছিলেন তিনি। ক্লাস শুরু করার পরপরই বিকট শব্দে ছাদের পলেস্তারা খসে ছাত্রীদের গায়ে পড়ে। এতে শ্রেণি কক্ষে থাকা তিন ছাত্রী আহত হয়।

ষষ্ঠ শ্রেণির ছাত্র রবিউল আলম বলে, ‘কয়েক দিন আগে আমাদের ক্লাসরুমে স্বাস্থ্যমেলা হয়েছে। ওই দিন শিক্ষকেরা ছাদ ফেটে যাওয়ার বিষয়টি দেখতে পান। তারপরও আমাদের নিয়মিত ওই কক্ষে ক্লাস হয়। আজ ক্লাস চলাকালে ছাদ খসে গায়ে পড়ে তিনজন আহত হয়েছে।’

পলেস্তারা খসে পড়লে তিন ছাত্রী আহত হয়
ছবি: প্রথম আলো

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র দাস বলেন, বিদ্যালয়ে সরকারি ভবনের অনুমোদন পাওয়া যায়নি। ২০০৭ সালে অনুদানের টাকায় বিদ্যালয়ের দোতলা ভবনটি নির্মাণ করা হয়। অর্থের অভাবে ভবনটি আর সংস্কার করা সম্ভব হয়নি। কয়েক দিন ধরে ভবনের দোতলার ষষ্ঠ শ্রেণির শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারায় ফাটল দেখা দেয়। আজ সকালে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে ছাত্রীদের গায়ে পড়ে।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, আহত তিন ছাত্রীর অবস্থা স্বাভাবিক আছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

মনিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার বলেন, ওই ভবনে ক্লাস না নিতে প্রধান শিক্ষককে বলা হয়েছে। বিদ্যালয়ের ওই ভবনের অবস্থা ভালো না। বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে চিঠি দেওয়া হবে।