পক্ষাঘাতগ্রস্ত সাজিদকে হুইলচেয়ার উপহার দিল বগুড়া বন্ধুসভা

সাজিদ আহমেদকে হুইলচেয়ার উপহার দেন বন্ধুসভার সদস্যরা। শনিবার বগুড়া শহরের বনমালী দেব লেনে
ছবি: প্রথম আলো

বগুড়ার সাজিদ আহমেদ (১৮) দশ বছর বয়স পর্যন্ত স্বাভাবিক ছিলেন। এরপর পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। তাঁকে ঈদের উপহার হিসেবে একটি হুইলচেয়ার দিয়েছে প্রথম আলোর বগুড়া বন্ধুসভা। আজ শনিবার বিকেলে শহরের বনমালী দেব লেনে সাজিদের বাড়িতে গিয়ে বন্ধুসভার সদস্যরা হুইলচেয়ার হস্তান্তর করেন।

চিকিৎসকের বরাত দিয়ে সাজিদের পরিবারের সদস্যরা জানান, সাজিদ বিরল একটি রোগে আক্রান্ত। এ রোগে আক্রান্ত ব্যক্তিরা বেশি দিন বাঁচেন না। সাজিদ এখন শ্বাসকষ্টেও ভুগছেন। ছেলের চিকিৎসার খরচ জোগাতে স্কুলশিক্ষক বাবা আবু বক্কর সিদ্দিকের হিমশিম অবস্থা।

সাজিদকে হুইলচেয়ার দেওয়ার সময় বগুড়া বন্ধুসভার সভাপতি এবং বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামির হোসেন, সাধারণ সম্পাদক চন্দন কুমার রায়, উপদেষ্টা সুইন চৌধুরী, অনিন্দিতা হক, বন্ধুসভার বন্ধু আমির খসরু, এস কে কাব্য, রিফাত জাহান, হাসিবুল ইসলাম, আদিল উজ্জামান, স্নেহাশীষ ভৌমিক, আয়েশা সিদ্দিকা, সানজিদা রশ্মি প্রমুখ উপস্থিত ছিলেন।