দেবরের হাতুড়ির আঘাতে ভাবির মৃত্যুর অভিযোগ, আটক ১

কহিনুর বেগমের মৃত্যুর সংবাদে হাসপাতালের বারান্দায় কান্নায় ভেঙে পড়েন মেয়ে রোকেয়া আক্তার। গতকাল বিকেলে কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ছবি: প্রথম আলো

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতবরপাড়া এলাকায় দেবরের হাতুড়ির আঘাতে ভাবির মৃত্যুর অভিযোগ উঠেছে। তাঁর নাম কহিনুর বেগম (৪২)। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল রাতে স্থানীয় এক নারীকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন কহিনুরের দেবর আলী আহমদ।

কহিনুর বেগম
ছবি: সংগৃহীত

পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে কহিনুরের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রাতে কলি আক্তার (৩০) নামের এক নারীকে আটক করা হয়েছে। তবে নিহতের পরিবারের লোকজন এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেননি।

স্থানীয় লোকজন ও কহিনুর বেগমের ভাই মোহাইমিনুল ইসলাম বলেন, মাতবরপাড়া এলাকার মালয়েশিয়াপ্রবাসী আমির হোসেনের স্ত্রী কহিনুর। কহিনুর বেগমের দালানের ছাদের সঙ্গে আলী আহমদ তাঁর দালানের ছাদ জোড়া লাগাতে চাইলে বাধা দেন কহিনুর। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস হয়েছে। গতকাল সকালে আলী আহমদ আবার তাঁর ছাদ জোড়া লাগাতে শুরু করেন। বেলা তিনটার দিকে তাঁকে এ কাজে বাধা দেন কহিনুর। এতে ক্ষিপ্ত হয়ে আলী আহমদ হাতুড়ি দিয়ে তাঁর মাথায় আঘাত করলে মাটিতে ঢলে পড়েন কহিনুর। তাঁকে উদ্ধার করে পেকুয়ার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান স্থানীয় লোকজন। অবস্থা আশঙ্কাজনক হলে তাঁকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কহিনুরকে মৃত ঘোষণা করেন।