বাঁশখালীতে এসএস পাওয়ার প্ল্যান্টের চুরি হওয়া মালামাল উদ্ধার, গ্রেপ্তার ১
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারায় অবস্থিত ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র (এসএস পাওয়ার প্ল্যান্ট) থেকে চুরি হওয়া ১১০টি ফ্লেক্সিবল চেইন উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার গুনাগরী থেকে এসব চোরাই মালামালসহ তোফাইয়েল হোসেন (৩০) নামের একজনকে আটক করা হয়। বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের করা একটি চুরির মামলায় তাঁকে প্রধান আসামি করা হয়েছে। তোফাইলের বাড়ি গন্ডামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে।
বাঁশখালী থানা-পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন আগে গন্ডামারা ইউনিয়নে নির্মিত এস আলম গ্রুপের মালিকানাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্টের ১১০টি ফ্লেক্সিবল চেইন চুরি হয়। এ ঘটনায় থানায় অভিযোগ করা হলে পুলিশ গতকাল তোফাইয়েল হোসেনকে আটক করে। পরে তাঁর তথ্যমতে উপজেলার গুনাগরী এলাকা থেকে চেইনগুলো উদ্ধার করা হয়। উদ্ধার চেইনের মূল্য ৮৮ লাখ টাকা।
এ ঘটনায় তোফাইয়েল হোসেন ছাড়াও গন্ডামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. এরশাদের (২৭) নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে মামলা করেছেন এসএস পাওয়ার প্ল্যান্টের নিরাপত্তা কর্মকর্তা মো. আজাদ আলম।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।