নেত্রকোনায় অপহৃত ছাত্রীকে নরসিংদী থেকে উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার

অপহরণ
প্রতীকী ছবি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাদ্রাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলার প্রধান আসামি উজ্জ্বল মিয়াকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ সময় অপহৃত মাদ্রাসাছাত্রীকেও (১৪) উদ্ধার করা হয়।

গ্রেপ্তার উজ্জ্বল মিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পাথরাইল গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, কেন্দুয়া উপজেলার ওই মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়ালেখা করে। মাদ্রাসায় যাওয়া–আসার পথে উজ্জ্বল মিয়া তাকে উত্ত্যক্ত করেন। মেয়েটি প্রতিবাদ করলে উজ্জ্বল মিয়া ক্ষিপ্ত হয়ে গত ১৪ জুন সকালে মাদ্রাসা এলাকা থেকে মেয়েটিকে অপহরণ করেন। এ কাজে উজ্জ্বল মিয়ার দুজন সহযোগী এনামুল হক ও জামাল মিয়া জড়িত ছিলেন বলে অভিযোগ আছে। পরদিন মেয়েটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কেন্দুয়া থানায় একটি মামলা করেন। গতকাল পুলিশ নরসিংদীর ঘোড়াশাল এলাকায় থেকে মেয়েটিকে উদ্ধারসহ অভিযুক্ত উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক জাহিদ হাসানের নেতৃত্বে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামি উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তারসহ অপহৃত মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করা হয়েছে। মেয়েটির শারীরিক পরীক্ষার জন্য গতকাল সন্ধ্যায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। আর উজ্জ্বল মিয়াকে ওই সময় আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অন্য তিন আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।