চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের বহনকারী বনভোজনের বাস উল্টে ২৫ জন আহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পাওয়েল এলাকায় শিক্ষার্থী বহনকারী বনভোজনের বাস উল্টে অন্তত ২৫ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহত শিক্ষার্থীদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

বাসে থাকা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, এসবি পরিবহন নামের বাসটি শিবগঞ্জের দাদনচক এলাকা থেকে রওনা দেয়। সেখানকার একটি কোচিং সেন্টারের প্রায় ৭৫ জন শিক্ষার্থী ও তাদের কয়েকজন অভিভাবক ওই বাসে ছিলেন। তাদের সঙ্গে ছিলেন কোচিংয়ের একজন শিক্ষক। তারা পিকনিকের উদ্দেশ্যে নাচোল উপজেলার বিনোদনপার্ক স্বপ্নপল্লীতে যাচ্ছিল। চাঁপাইনবাবগঞ্জ-আমনূরা সড়কের বাসের সামনের ডান পাশের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। তখন এ দুর্ঘটনা ঘটে।

২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ইনজামাম-উল-হক বলেন, কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। দুলাল উদ্দীন নামের একজন কলেজছাত্রকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

কোচিং সেন্টারের শিক্ষক জসিমউদদীন জানান, দাদনচক দেলআফরোজ ইদ্রিসী বালিকা উচ্চবিদ্যালয় ও দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল ওই বাসে। পথে চাকা ফেটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, দুটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে বাসটি পিকনিকে যাচ্ছিল। বাসচালকের সহকারী মো. হবু আহত হয়েছেন। আর চালক পলাতক আছেন। তাঁরা বাসটি তোলার চেষ্টা করছেন।