‘চাঁদা না পেয়ে’ ব্যবসায়ীকে মারধর, সাবেক শ্রমিকনেতা গ্রেপ্তার

রংপুর জেলার মানচিত্র

চাঁদা না পেয়ে কয়েক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাহিন মিয়ার (৫৭) বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে নগরের গণেশপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা গণেশপুর-টার্মিনাল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে রাতেই শাহিন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

ব্যবসায়ী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মোটরশ্রমিক নেতা শাহিন মিয়া প্রায়ই গণেশপুর এলাকায় বিভিন্ন দোকানপাট থেকে চাঁদা তোলেন। গতকাল রাতে গণেশপুর ক্লাব মোড় এলাকার ব্যবসায়ী নূর হোসেনের দোকানসহ আরও কয়েকটি দোকানে গিয়ে চাঁদা দাবি করেন তিনি। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীদের ওপর চড়াও হন শাহিন মিয়া। এ সময় খবর পেয়ে এলাকাবাসীসহ অন্য ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে আসেন। ততক্ষণে সেখান থেকে থেকে পালিয়ে যান শাহিন মিয়া।

এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সড়ক অবরোধ করেন স্থানীয় লোকজন। তাঁরা সড়কে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে গুরুত্বপূর্ণ ওই সড়কে প্রায় দেড় ঘণ্টা ঢাকাগামী বাসসহ সব যানবাহন চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ লোকজন।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, চাঁদার দাবিসহ মারধরের অভিযোগে ব্যবসায়ী নূর হোসেন বাদী হয়ে মামলা করেছেন। এরপর রাতেই শাহিন মিয়াকে গ্রেপ্তার করা হয়।