নাটোরে হেরোইন বহনের দায়ে নারীর যাবজ্জীবন

আদালত
প্রতীকী ছবি

নাটোরে হাত ব্যাগে হেরোইন বহনের দায়ে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে নাটোরের দায়রা জজ মো. শরীফ উদ্দীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত নারীর নাম সোহাগী বেগম (৫২)। তাঁর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামে।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, গত বছর ৭ ফেব্রুয়ারি দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নাটোর সার্কেলের পরিদর্শক এস এম এলতাস উদ্দিন নাটোর সদর উপজেলার নারায়ণপুর এলাকায় লেগুনা তল্লাশির সময় সোহাগী বেগমকে আটক করেন। পরে তাঁর হাতে থাকা ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা হয়। তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা আসামির নামে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে মামলাটি দায়রা জজ আদালতে বিচারের জন্য আসে। সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত সোহাগী বেগমকে দোষী সাব্যস্ত করে এ দণ্ড দেন।

দ্রুত মামলাটির বিচার কার্যক্রম শেষ করতে পেরে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট বলে জানিয়েছেন দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি সিরাজুল ইসলাম।