রাজৈরে সড়ক দুর্ঘটনায় আহত দুজনের মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত তিনজনের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার রাত ও সোমবার সকালে ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। এর আগে রোববার রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বাবনাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বৌলগ্রামের নুরু মিয়ার ছেলে আবু সাইদ মিয়া (২২) ও নড়াইলের কালিয়া থানার আমজেদ শেখের ছেলে আলম শেখ (৪৫)।

হাউওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রাজধানী ঢাকায় যাচ্ছিল। বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের বাবনাতলা এলাকায় এলে মহাসড়কের একটি বিপজ্জনক বাঁক ঘুরতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি কাঁচামালবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপ ভ্যানে থাকা চালকসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকেই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় আবু সাইদ মিয়া মারা যান। দুর্ঘটনায় আহত আলম শেখ ও চালক আবু মুছাকে মধ্যরাতে ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে আলম শেখ মারা যান। পিকআপ ভ্যানটির চালক আবু মুছা (২৫) অশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মস্তফাপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক রুহুল আমিন বলেন, বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত তিনজনই পিকআপ ভ্যানে ছিলেন। চালক ছাড়া বাকি দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় বাস ও পিকআপ ভ্যানটি পুলিশের হেফাজতে রয়েছে।