‘যোগ দাও যুক্তির মেলায়’ স্লোগান নিয়ে আজ রোববার মানিকগঞ্জে শুরু হয়েছে পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসব। জেলা শহরের আফরোজ রমজান গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আজ সকালে উৎসবের উদ্বোধন করা হয়। সকাল ৯টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
পরে বিতর্ক উৎসবের উদ্বোধন করেন আফরোজ রমজান গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাশীনাথ সরকার। তিনি বলেন, বিতর্ক করলে জানার পরিধি বাড়ে। বিতর্ক মানুষকে যৌক্তিক হতে শেখায়। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যুক্তির খুবই প্রয়োজন।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা শহরের খান বাহাদুর আওলাদ হোসেন খান ডিগ্রি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রথম আলো বস্তুনিষ্ঠ ও সময়োপযোগী সাংবাদিকতার পাশাপাশি নানাবিধ শিক্ষামূলক সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে আজ এই বিতর্ক উৎসব। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের থেকে দেশের সেরা বিতার্কিক বেরিয়ে আসবে বলে তিনি প্রত্যাশা করেন।
মাদকের কুফল নিয়ে কথা বলেন শিক্ষাবিদ অধ্যাপক ঊর্মিলা রায়। তিনি বলেন, মাদক মানুষের জীবন কেড়ে নেয়। শুধু একটি জীবন নয়, একটি পরিবারকে ধ্বংস করে দেয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মানিকগঞ্জে কর্মরত প্রথম আলোর প্রতিনিধি আব্দুল মোমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুষ্টি-প্রথম আলো উৎসবের প্রধান সমন্বয়ক সাইদুজ্জামান রওশন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহা। পরে সনাতনী বিতর্ক নিয়ে কর্মশালা ও সনাতনী বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়।
বিতর্ক উৎসবে মানিকগঞ্জের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। বিজয়ী দল ঢাকায় জাতীয় পর্যায়ে অংশ নেবে। আজ বিকেল চারটায় হবে সমাপনী অনুষ্ঠান।
১৪ জুলাই থেকে পুষ্টির পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর উদ্যোগে এ স্কুল বিতর্ক উৎসব শুরু হয়। দেশের ৩৯টি অঞ্চলে এ উৎসব হচ্ছে। আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা ঢাকায় জাতীয় পর্বে অংশ নেবে। প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় এ প্রতিযোগিতার প্রচার সহযোগী নাগরিক টিভি।