ফরিদপুরে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
ফরিদপুরে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী গ্রামে ঢাকা-খুলনা মহাসড়কে সিসিবিএল তেলের পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত দুই বন্ধু হলেন ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুলনা গ্রামের ঝিল্লু মাতুব্বরের ছেলে মোটরসাইকেলচালক বাবু মাতুব্বর (২৩) ও তাঁর বন্ধু একই ইউনিয়নের চান্দ্রা গ্রামের মোকসেদ মিয়ার ছেলে ওবায়দুর মিয়া (২২)। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছেন। তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁর নাম জানা যায়নি।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সন্ধ্যায় বাবু মাতব্বর অন্য দুই তরুণকে নিয়ে ভাঙ্গা উপজেলা সদর বাজার থেকে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে সুয়াদি গ্রামের সিসিবিএল তেলের পাম্পের কাছাকাছি এলে অজ্ঞাত একটি গাড়ি তাঁদের বহনকারী মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হন। মোটরসাইকেলের ওপর আরোহীকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহেল বাকি বলেন, রাত সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও নিহত দুই বন্ধুর লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।