নওগাঁ–৩ আসনের সাবেক সংসদ সদস্য আকরাম হোসেন মারা গেছেন

সাবেক সংসদ সদস্য আকরাম হোসেন চৌধুরী
ছবি: সংগৃহীত

নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আকরাম হোসেন চৌধুরী (৬০) মারা গেছেন। আজ সোমবার দুপুরে নওগাঁ শহরের উকিলপাড়া এলাকার নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়েছে। সাবেক এ সংসদ সদস্যের স্ত্রী মায়া চৌধুরী বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

আকরাম হোসেন চৌধুরী ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসন থেকে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত দুই মেয়াদে তিনি বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

মায়া চৌধুরী প্রথম আলোকে বলেন, আজ দুপুরে বাথরুম থেকে বের হওয়ার সময় মেঝেতে পড়ে গিয়ে আকরাম হোসেন জ্ঞান হারিয়ে ফেলেন। পরে বাড়িতে চিকিৎসক এসে পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি ডায়াবেটিসজনিত সমস্যা, হৃদ্‌রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

আজ বাদ আসর নওগাঁ নওজোয়ান মাঠে আকরাম হোসেন চৌধুরীর প্রথম জানাজা হবে বলে জানান তাঁর স্ত্রী। এরপর মরদেহ নেওয়া হবে তাঁর গ্রামের বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলার চাকরাইল গ্রামে। সেখানে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।