গড়াই নদে বাঁধের ব্লকে পা পিছলে স্কুলছাত্র নিখোঁজ

আমান হাসান
ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদের চরে বেড়াতে গিয়ে পানিতে ডুবে আমান হাসান (১৪) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে জানিপুর ইউনিয়নের জানিপুর ঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আমান হাসান উপজেলার জানিপুর ইউনিয়নের একতারপুর এলাকার শামীম হাসানের ছেলে। সে খোকসার জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। খবর পেয়ে তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা অভিযান চালাচ্ছেন।

নিখোঁজ আমান হাসানের আত্মীয় সাবুব আলম জানান, আজ সকাল ১০টার দিকে জানিপুর ইউনিয়নের জানিপুর ঘাটসংলগ্ন এলাকায় গড়াই নদের চরে তারা আট সহপাঠী বেড়াতে যায়। সেখানে পাড় রক্ষা বাঁধের ব্লকে দাঁড়িয়ে থাকা অবস্থায় পা পিছলে পানিতে পড়ে নিখোঁজ হয় আমান। বন্ধুদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। খবর পেয়ে স্থানীয় জেলে ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে সন্ধান শুরু করেন।

খোকসা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ছাত্রকে উদ্ধারে কাজ করছে। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যায়েদ বলেন, সহপাঠীরা মিলে স্কুল থেকে নদের পাড়ে বেড়াতে গিয়েছিল। সেখান থেকেই একজন পানিতে পড়ে নিখোঁজ হয়েছে। পুলিশের পক্ষ থেকে উদ্ধার অভিযানের তদারক করা হচ্ছে।

খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরুফা সুলতানা বলেন, ‘ঘটনাটি জেনেছি। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। এ ছাড়া উদ্ধার অভিযানে অংশ নেওয়ার জন্য খুলনা থেকে একটি ডুবুরি দল রওনা দিয়েছে।’