মিরসরাইয়ে বাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বাসের ধাক্কায় পিকআপ ভ্যানের যাত্রী বিএনপির এক নেতা নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরবাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম গোলাম সরফুদ্দিন ভূঁইয়া ওরফে মামুন (৪৫)। তিনি উপজেলার কাটাছড়া ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও উপজেলার কাটাছরা ইউনিয়নের বাসিন্দা সফিউল আলমের ছেলে। তিনি মাছের ব্যবসা করতেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরী বলেন, শুক্রবার ভোরে পিকআপ ভ্যানে করে মাছ নিয়ে বারইয়ারহাট আড়তে যাচ্ছিলেন সরফুদ্দিন ভূঁইয়া। পৌরবাজার এলাকায় পৌঁছালে হানিফ পরিবহনের একটি বাস ওই পিকআপ ভ্যানে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানের সামনে বসে থাকা সরফুদ্দিন ছিটকে পড়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।

জোরারগঞ্জ হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল সরকার প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।