কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে তরুণ গ্রেপ্তার

কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার তারেকুল ইসলাম। আজ বিকালেছবি: সংগৃহীত

কক্সবাজারে এক মার্কিন নারীর শ্লীলতাহানির অভিযোগে তারেকুল ইসলাম (২৫) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে শহরের ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ওই মার্কিন নারীর স্বামী জাতিসংঘের একটি সংস্থার কক্সবাজার কার্যালয়ে কর্মরত বলে জানা গেছে। স্বামীর কর্মসূত্রে তিনি কক্সবাজারে থাকছেন।

পুলিশ জানায়, আজ সকাল সোয়া আটটার দিকে শহরের সার্কিট হাউস সড়কে হাঁটতে যান ওই নারী। এ সময় অভিযুক্ত তারেকুল তাঁর শ্লীলতাহানির চেষ্টা চালান। বিষয়টি পুলিশ জানতে পেরে অভিযান চালিয়ে তারেকুলকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার তারেকুল ইসলাম বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারেক শহরের ৮ নম্বর ওয়ার্ডের মোহাজেরপাড়ার ফরিদুল আলমের ছেলে। কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. ইলিয়াস খান প্রথম আলোকে বলেন, তারেকুল ২০২২ সালের ১২ নভেম্বর এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। তখন তাঁর বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় নারী শিশু নির্যাতন আইনে মামলা হয়েছিল। কয়েক মাস কারাগারে থেকে তিনি জামিনে মুক্ত হয়ে বেরিয়ে আসেন।

আজ সকালের ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে ওসি মো. ইলিয়াস খান প্রথম আলোকে বলেন, ‘আজ সকালে ওই মার্কিন নারী যখন হাঁটতে বের হন, তখন তারেকুল তাঁকে অনুসরণ করেন। কাছে গিয়ে সখ্য গড়ে তোলার চেষ্টা চালান। একপর্যায়ে জোর করে ওই নারীকে জড়িয়ে ধরেন। তখন ওই নারী হইচই শুরু করলে তারেকুল পালিয়ে যান। মুহূর্তে খবরটি পুলিশ জানতে পারে। ঊর্ধ্বতন মহলের নির্দেশে পুলিশের বিশেষ টিম তারেকুলের খোঁজে শহরের বিভিন্ন এলাকার অভিযান শুরু করে। দীর্ঘ ছয় ঘণ্টা অভিযান শেষে বিকেল পাঁচটার দিকে শহরের ঝাউতলার একটি আস্তানা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ওসি মো. ইলিয়াস খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারেকুল মার্কিন নারীর শ্লীলতাহানির কথা অস্বীকার করেছেন। তবে এ ঘটনায় তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।