আওয়ামী লীগ প্রার্থীর আবেদনে শ্রীপুর থানার ওসির যোগদানের আদেশ বাতিল

মোহাম্মদ ফয়েজুর রহমান
ছবি: সংগৃহীত

গাজীপুর-৩ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী রুমানা আলীর আবেদনের পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজুর রহমানকে শ্রীপুর থানায় যোগদানের আদেশ প্রত্যাহার করা হয়েছে। নির্বাচন কমিশন থেকে আজ রোববার এ নির্দেশ দেওয়া হয়েছে।

মোহাম্মদ ফয়েজুর রহমান গাজীপুরের কালীগঞ্জ থানায় ওসি হিসেবে দায়িত্বরত ছিলেন। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সম্মতিক্রমে পুলিশ সদর দপ্তর একসঙ্গে সারা দেশের ৩৩৮ থানার ওসিকে বদলির আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। ওই আদেশে ফয়েজুর রহমানকে একই জেলার শ্রীপুর থানায় বদলি করা হয় এবং শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিমকে কালীগঞ্জ থানায় বদলি করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের একাংশ) নির্বাচনী এলাকার আওয়ামী লীগ মনোনীত রুমানা আলী ৮ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের কাছে নতুন পদায়ন করা ওই ওসির দ্রুত বদলির দাবি জানান।

চিঠিতে রুমানা উল্লেখ করেন, নতুন বদলির আদেশ পাওয়া ফয়েজুর রহমান গাজীপুর–৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেনের খালাতো ভাই। প্রতিপক্ষ প্রার্থীর নিকটাত্মীয় হওয়ায় নিরপেক্ষ নির্বাচনী পরিবেশে প্রভাব খাটানোর সম্ভাবনা আছে। তাই তাঁকে জরুরিভাবে অন্যত্র বদলির আবেদন জানান রুমানা। সম্প্রতি স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে ফয়েজুর রহমানের সস্ত্রীক একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ প্রসঙ্গে বদলির আদেশপ্রাপ্ত ফয়েজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নির্দেশনা অনুযায়ী আমাকে যেখানে বদলি করা হোক, সেখানেই যাব। বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া।’ স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে ছবি প্রসঙ্গে তিনি বলেন, গত ঈদুল ফিতরের পরদিন ছবিটি তোলা হয়েছিল।

এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, শ্রীপুর থানার ওসির বদলির আদেশ হয়েছে বলে তিনি শুনেছেন। তবে এখনো লিখিত কিছু পাননি।