মাদারীপুরে ‘তুচ্ছ ঘটনায়’ দাদা-বাবা-নাতিকে কুপিয়ে জখম

হামলায় আহত তিনজনকে গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছেছবি: প্রথম আলো

মাদারীপুরের ডাসার উপজেলায় জমির ওপর দিয়ে গম কাটার মেশিন (হারভেস্টার) নিতে না দেওয়ায় বাবা-ছেলেসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন পূর্ব মাইজপাড়া এলাকার তৈয়ব আলী হাওলাদার (৭০), তাঁর ছেলে সাইফুল ইসলাম ওরফে নান্নু হাওলাদার (৫০) ও নাতি রাজু হাওলাদার (১৮)। তাঁদের রাত সাড়ে আটটার দিকে গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি তৈয়ব আলী হাওলাদারের প্রতিবেশী ইয়াকুব আলী হাওলাদার তাঁর নিজ জমিতে গম কাটার জন্য একটি হারভেস্টার মেশিন ভাড়া করেন। গম কাটা শেষ হলে সোমবার বিকেলে হারভেস্টার মেশিনটি জমি থেকে সড়কে ওঠাতে তৈয়ব আলীর জমি ব্যবহার করতে চান তিনি। তৈয়ব আলীর ওই জমিতে পাটগাছ থাকায় জমি ব্যবহার করতে বাধা দেন তিনি। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। সে ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় স্থানীয় দেলোরবাজারে ইফতারি আনতে গেলে তৈয়ব আলীর নাতি রাজু হাওলাদারকে একা পেয়ে হামলা চালান ইয়াকুব আলী হাওলাদার ও তাঁর সহযোগীরা। খবর পেয়ে রাজুকে বাঁচাতে দাদা তৈয়ব আলী ও বাবা সাইফুল ইসলাম ছুটে গেলে তাঁদেরও কুপিয়ে জখম করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শিহাব চৌধুরী বলেন, হামলায় আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তিনজনের মধ্যে তৈয়ব ও সাইফুলের অবস্থা গুরুতর। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন আছে।

হামলায় আহত তৈয়ব আলী হাওলাদার বলেন, ‘আমরা গরিব মানুষ, আমাদের ক্ষমতা কম। ইয়াকুব হাওলাদার আমাদের জমির ওপর দিয়া মেশিন উঠাইতে চাইছিল। আমি বাধা দিয়া কইছিলাম, জমির পাটগুলা বড় হইয়া গেছে। আপনারা অন্য জায়গা দিয়া উঠান। শুধু এই কারণে ইয়াকুব আলী হাওলাদার, শহীদ আলী হাওলাদার, মহাসিন আলী হাওলাদার, ইস্রাফিল হাওলাদার, দিদার হাওলাদার, মতলেব আলী হাওলাদারসহ ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে হামলা চালান। আমরা এর বিচার চাই।’

আহত সাইফুল ইসলাম বলেন, ‘আমার ছোট ছেলেডারে ওরা মাইরা ফালাইত। আমরা বাঁচাইতে গেলে আমাদের দা দিয়া কোপাইয়া কী অবস্থা করেছে, দ্যাখেন। রোজার দিন, আমরা রোজা ছিলাম। কিন্তু ইফতারটা করতে পারি নাই।’

হামলার অভিযোগ অস্বীকার করেছেন ইয়াকুব আলী হাওলাদার। তিনি প্রথম আলোকে বলেন, ‘তৈয়ব আলী আগে জমিতে হারভেস্টার মেশিন নামাইছে। তার গম কাটা শেষে আমার জমিতে নিছি। এখন তার গম কাটা শেষ হয়ে গেছে বলে জমি দিয়া আর মেশিন উঠাইতে দিবে না। তা ছাড়া আমরা তাদের ওপর হামলা চালাই নাই, সে লোক নিয়ে আমাদের ওপর হামলা চালাইছে। আমরা তাদের প্রতিরোধ করেছি। তাদের হামলায় আমাদের লোকজনও আহত হয়ে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।’

এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, ‘জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখম করার খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা থানায় অভিযোগও দিয়েছেন। পুলিশ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।’