কুমিল্লায় মেরামতের জন্য রাখা বাসে আগুন

কুমিল্লা নগরের ঢুলিপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসের ভেতরের অংশ পুড়ে যায়। শুক্রবার সকালে
ছবি: প্রথম আলো

কুমিল্লা নগরের ঢুলিপাড়া এলাকায় দাঁড় করিয়ে রাখা তিশা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুমিল্লা ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসের আসন (সিট) ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে।

কুমিল্লার চকবাজার বাস টার্মিনাল থেকে চট্টগ্রামে যাতায়াত করত যাত্রীবাহী বাসটি। বাসটি মেরামতের জন্য গতকাল নগরের ঢুলিপাড়া এলাকায় রাখা হয়েছিল। আগুনে অন্তত ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাসের মালিক।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিশা পরিবহনের (কুমিল্লা-ব-১১-০১১৭) বাসটি মেরামতের জন্য গতকাল ঢুলিপাড়া এলাকায় এনে রাখা হয়। আজ শুক্রবার সকালে কাজ শুরু করার কথা ছিল। কিন্তু গতকাল রাত সাড়ে ১০টার দিকে কে বা কারা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে বাসটির আসন, হাতল ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়।

বাসের মালিক ওমর ফারুক প্রথম আলোকে বলেন, বাসে আগুন দেওয়ায় তাঁর ৮ থেকে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিসংযোগ করা ব্যক্তিদের তিনি দৃষ্টান্তমূলক শাস্তি চান। এ ঘটনায় তিনি মামলা করবেন বলে জানান। কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, বাসে আগুন দেওয়া ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।