গৃহবধূকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সবজি বিক্রেতাকে পিটিয়ে হত্যা

লাশপ্রতীকী ছবি

ভোলা সদর উপজেলায় এক সবজি বিক্রেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় লোকজনের অভিযোগ, এক গৃহবধূকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ওই ব্যক্তিকে পেটানো হয়েছে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

দক্ষিণ চরনোয়াবাদ এলাকায় রোববার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. আবদুর রব (৫৫)। তিনি ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদুর চর গ্রামের মো. ফজলে রহমানের ছেলে।

থানা-পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দক্ষিণ চরনোয়াবাদ এলাকার মো. সুজন ক্রাচে ভর দিয়ে হাঁটাচলা করেন। রোববার দুপুর ১২টার দিকে ওই গৃহবধূ তাঁর সন্তানকে নিয়ে সড়ক দিয়ে বাড়ি যাচ্ছিলেন। এ সময় সুজন এসে পথ রোধ করে তাঁকে উত্ত্যক্ত করেন। গৃহবধূ চিৎকার করলে খানিকটা দূরে থাকা সবজি বিক্রেতা আব্দুর রব ছুটে এসে এর প্রতিবাদ করেন। সুজন এ সময় তাঁর ওপর ক্ষিপ্ত হন। তখন সুজন তাঁর হাতের ক্রাচ দিয়ে সবজি বিক্রেতার মাথায় একাধিক আঘাত করেন। একপর্যায়ে আব্দুর রব মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ছুটে এসে আব্দুর রবকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর সুজন এলাকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ এসে তাঁকে আটক করে। পরে এ ঘটনায় মামলা হলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

ভোলা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ঈমাম হোসেন জানান, খবর পেয়ে তাঁরা ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. সুজনকে গ্রেপ্তার করেছেন। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে রেহানা বেগম বাদী হয়ে মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের পর স্বজনদের হস্তান্তর করা হয়েছে।