দেবীদ্বারে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে রাজমিস্ত্রি নিহত

মৃতদেহ
প্রতীকী ছবি

কুমিল্লার দেবীদ্বার নিউমার্কেট চান্দিনা সড়কের কাছে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে একজন রাজমিস্ত্রি নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত আবু তাহের (৪৫) উপজেলার বাকসার গ্রামের ফজর আলীর ছেলে। আবু তাহের সপরিবার দেবীদ্বার মোহনা আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবু তাহেরসহ চার–পাঁচজন নির্মাণশ্রমিক দেবীদ্বার নিউমার্কেট চান্দিনা রোডের মাথায় ‘হলি ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের’ পাশে পাঁচতলা মোল্লা মার্কেটে ভবনের নির্মাণকাজ করছিলেন। গতকাল সন্ধ্যা পৌনে সাতটার দিকে ভবনের নিচতলার দেয়ালের কিছু অংশ ধসে পড়ে। ওই দেয়ালের নিচে চাপা পড়েন আবু তাহের। সেখানে বৈদ্যুতিক আলো ছিল না। স্থানীয় লোকজন নিয়ে শাবল–হাতুড়ি দিয়ে দেয়াল ভেঙে আবু তাহেরকে উদ্ধার করে দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।

ভবনমালিক বশির উল্লাহ মোল্লা বলেন, ‘আমার ভবন নির্মাণের দায়িত্বে রয়েছেন বানিয়া পাড়ার হুমায়ুন কবির। তিনিই (হুমায়ুন) সব কার্যক্রম দেখভাল করেন। আবু তাহের ইফতারের আগে কাজ শেষে শ্রমিকদের পারিশ্রমিক দিতে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে চলে যান। পরে শুনি, দেয়াল ধসে তিনি মারা গেছেন।’

এ ব্যাপারে ভবন নির্মাণের ঠিকাদার হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) তাছলিমা আক্তার বলেন, দেয়াল ধসে এক শ্রমিক মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।