সাভারে সুফি সাধক কাজী জাবেরের বাড়িতে হামলা, মাজার ভাঙচুরের চেষ্টা
ঢাকার অদূরে সাভারে সুফি সাধক কাজী জাবের আহমেদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ওই বাড়ির একটি মাজার ভাঙচুরের চেষ্টা করেন হামলাকারীরা। হামলাকারীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে ওই বাড়িতে থাকা ২০ থেকে ২৫ জন আহত হন। আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার রাতে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
কাজী জাবেরের পরিবারের সদস্যদের ভাষ্য, গতকাল রাত ৯টার দিকে ৫ শতাধিক লোক রামদা, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির সামনে আসেন। তাঁরা বাড়ির ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পরিবারের সদস্য ও বাড়িতে অবস্থান করা জাবেরের ভক্তদের মধ্যে ২০ থেকে ২৫ জন আহত হন। মধ্যরাত পর্যন্ত হামলা চলতে থাকে। জানালার কাচ ভাঙচুরের পাশাপাশি একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া বৈদ্যুতিক মিটার ও পানির পাম্প ভাঙচুর করেন হামলাকারীরা। একপর্যায়ে ওই বাড়িতে থাকা একটি মাজার ভাঙচুরের চেষ্টা করা হয়। পরে সেনাবাহিনী ও সাভার মডেল থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, বাড়ির বাইরে থেকে হামলাকারীরা ইটপাটকেল নিক্ষেপ করেছেন। তবে বাড়ির ভেতরে ঢুকতে পারেননি। দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ভুক্তভোগীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।