ছয় দফা দাবি জানিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আজ চাঁপাইনবাবগঞ্জ শহরে শোভাযাত্রা বের করা হয়। বেলা পৌনে ১১টায় শহীদ সাটু হল মার্কেটের সামনে
ছবি: আনোয়ার হোসেন

চাঁপাইনবাবগঞ্জে আজ মঙ্গলবার আলোচনা সভা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম চাঁপাইনবাবগঞ্জ শহরে এসব অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতিসহ ছয় দফা দাবি জানানো হয়।

আজ সকালে সদর, নাচোল ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ক্ষুদ্র জাতিসত্তার নারী-পুরুষেরা চাঁপাইনবাবগঞ্জ শহরের ফায়ার সার্ভিস মোড়ে এসে জড়ো হয়। সেখান থেকে সাড়ে ১০টায় ঢোল-মাদল বাজিয়ে শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। সেখানে কিছুক্ষণ নাচ ও গানের পর শুরু হয় আলোচনা সভা। পরে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের প্রকাশনা ‘মাদল’–এর মোড়ক উন্মোচন করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শংকর কুমার কুণ্ডু।

উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের প্রকাশনা ‘মাদল’–এর মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ মঙ্গলবার নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে
ছবি: প্রথম আলো

উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম, চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি কর্নেলিউস মুরমুরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শংকর কুমার কুণ্ডু, শিবগঞ্জের আদিনা সরকারি ফজলুল হক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাযহারুল ইসলাম, ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিংগু মুরমু, ক্ষুদ্র জাতিসত্তার নেতা যতিন হেমব্রম, কুটিলা রাজোয়ার, সুবাস কেরকেটা প্রমুখ।

অনুষ্ঠানে ছয় দফা দাবির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি সায়েদুল ইসলাম, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ, আইনজীবী ইয়াসমিন সুলতানা প্রমুখ। সভায় সঞ্চালনা করেন ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক প্রদীপ হেমব্রম।

বক্তারা বলেন, বাংলাদেশে আদিবাসীরা নানাভাবে শোষণ, নির্যাতন ও বঞ্চনার শিকার হচ্ছে। তাদের ভূমি ও সমাধিক্ষেত্র দখল করে নিচ্ছে ভূমি দস্যুরা। তাদের কাছে সবচেয়ে অমর্যাদাকর বিষয় হচ্ছে আদিবাসী হিসেবে তাদের স্বীকার করে নেওয়া হচ্ছে না। অবিলম্বে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান বক্তারা।

সমাবেশে প্রদীপ হেমব্রম সংগঠনের পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরেন। ছয় দফা দাবির মধ্যে রয়েছে—আদিবাসী শব্দ ব্যবহার না করার সরকারি নির্দেশনা প্রত্যাহার, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, সমতলের আদিবাসীদের পক্ষ হতে সংসদে প্রতিনিধি নিশ্চিত করা, সংখ্যালঘু কমিশন গঠন ও উত্তরবঙ্গ আদিবাসীদের জীবনমান উন্নয়নে পর্যাপ্ত অর্থ বরাদ্দ।

এদিকে নাচোল উপজেলায় নাচোল আদিবাসী একাডেমির উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিবসটি পালিত হয়। একাডেমি ভবনে বিধান সিংয়ের সভাপতিত্বে বক্তব্য দেন নাচোলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাইমেনা শারমীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসাদুর রহমান, একাডেমির নেতা বাবু লাল টপপো, রঞ্জনা বর্মণ প্রমুখ।