জিনিসপত্রের দাম বেশি, তাই এক হলের ডাইনিং বন্ধ ৮ দিন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার ইলাহী হল
ছবি: সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার ইলাহী হলের ডাইনিং টানা আট দিন ধরে বন্ধ। এতে ভোগান্তিতে পড়েছেন হলে বসবাসরত প্রায় চার শ শিক্ষার্থী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ডাইনিং বন্ধ বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ।

হলের বাসিন্দা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সাইদুর জামান বলেন, হলের ডাইনিং বন্ধ হওয়ায় খুব কষ্ট হয়েছে। ক্যাফেটেরিয়ায় গিয়েও যথাসময়ে খাবার পাওয়া যায় না। সেখানে খুব চাপ। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ক্যাম্পাসের বাইরে পার্ক মোড়ে গিয়ে দিন ও রাতের খাবার খেতে হয়। কিন্তু সেখানে টাকা অনেক বেশি লাগে।

শহীদ মুখতার ইলাহী হল কর্তৃপক্ষ জানায়, বর্তমান বাজারে জিনিসপত্রের দাম বেশি হওয়ায় প্রতি বেলায় শিক্ষার্থীদের ৩৫ টাকায় খাওয়ানোয় লোকসান হচ্ছে। প্রতি বেলা যা টাকা আসে, তা থেকে ব্যয় বেশি হচ্ছে। এমন পরিস্থিতিতে ডাইনিং কেউ চালাতে পারছেন না। ২৮ আগস্ট দুপুর থেকে ডাইনিং বন্ধ হয়ে গেছে।

হলে বসবাসরত শিক্ষার্থীদের ভাষ্য, হলের ডাইনিং বন্ধ হওয়ায় শিক্ষার্থীদের যেতে হয় ক্যাফেটেরিয়ায়। সেখানে ভিড় হওয়ায় খাবারের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। ক্যাম্পাসে আর কোনো খাবারের দোকান কিংবা রেস্তোরাঁ নেই। শিক্ষার্থীদের ভিড় বাড়ছে ক্যাম্পাসের বাইরের খাবারের দোকানগুলোয়। বাড়তি টাকা খরচ হচ্ছে।

শহীদ মুখতার ইলাহী হলের ডাইনিং বন্ধ
ছবি: সংগৃহীত

শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট শাহীনুর রহমান প্রথম আলোকে বলেন, সকালের নাশতা ছাড়া প্রতি বেলা ডাইনিংয়ের মিল চার্জ ৩৫ টাকা। দিন ও রাতে মোট ৭০ টাকা। যাঁরা ডাইনিং পরিচালনা করেন, তাঁদের এই টাকা বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে খরচ বেশি পড়ছে। খাবারের দাম না বাড়ালে কেউ ডাইনিংয়ের দায়িত্ব নিতেও চাইছেন না। উপাচার্যের সঙ্গে আজকালের মধ্যে বৈঠক করে শিগগিরই ডাইনিং চালু করার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

এক সপ্তাহের বেশি সময় ধরে ডাইনিং বন্ধ থাকায় বাধ্য হয়ে নিজ কক্ষেই রান্না করে খাচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বিক্রম রায়। তিনি বলেন, রান্না করতে গিয়ে ক্লাস ও পড়াশোনার ব্যাঘাত ঘটছে। অনেক সময় রান্না করতে না পারলে ক্যাম্পাসের বাইরে গিয়ে খেয়ে আসতে হয়। এতে যাওয়া-আসায় অনেক সময় চলে যায়। খরচও বেশি পড়ে।