সিলেটে ট্রেনে কাটা পড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা দুইটার দিকে উপজেলার ইলাশপুর রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম আবদুস শহীদ (৪৮)। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং উপজেলার দক্ষিণ খলাছড়া চানশ্রী গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর এলাকার রেলক্রসিং পার হওয়ার সময় মোটরসাইকেল আরোহী আবদুস শহীদ ট্রেনে কাটা পড়েন। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা-পুলিশ ও সিলেট রেলওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।

জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আবদুস শহীদ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন।

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউর ইসলাম পাটোয়ারী প্রথম আলোকে বলেন, রেলক্রসিংয়ের গেট আছে। ওই পথে চলাচলকারীরা অনেক সময় রেলক্রসিংয়ের গেট উপেক্ষা করে চলে যান। আবদুস শহীদ রেলক্রসিংয়ের গেট উপেক্ষা করে রেললাইন পারাপার হওয়ার চেষ্টা করছিলেন কি না, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তাঁর লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে রাখা হয়েছে।